নভেম্বরে রেমিট্যান্সে নতুন রেকর্ড, দেশে এলো ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার
চলতি ২০২৫-২৬ অর্থবছরে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়ে নতুন রেকর্ড স্থাপন করেছেন। নভেম্বর মাসে দেশে এসেছে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার, যা স্থানীয় মুদ্রায় প্রায় ৩৫ হাজার ২৫২ কোটি ১৪ লাখ ৪০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে সোমবার (১ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, নভেম্বরে দেশে প্রতিদিন গড়ে প্রায় ৯ কোটি ৬৩ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
আরও পড়ুন: ডিএসইতে বড় দরপতন: ১৩ কার্যদিবসে সর্বনিম্ন লেনদেন
নভেম্বরে দেশে আসা মোট রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৮ কোটি ৭৭ লাখ ৬০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২৯ কোটি ৮৯ লাখ ৫০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৯৯ কোটি ৬৮ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকের মাধ্যমে ৫৯ লাখ ৪০ হাজার ডলার।
এর আগে, অক্টোবর ও সেপ্টেম্বর মাসে দেশে রেমিট্যান্স এসেছে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। জুলাই ও আগস্টে যথাক্রমে ২৪৭ কোটি ৮০ লাখ ও ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।
আরও পড়ুন: ভোজ্যতেলের দাম বাড়ানোর আইনগত ভিত্তি নেই: বাণিজ্য উপদেষ্টা
গত ২০২৪-২৫ অর্থবছরে দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।





