দাম বাড়লো এলপিজির

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ন, ০২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৫:০৪ অপরাহ্ন, ০২ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস)–এর নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ডিসেম্বর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২১৫ টাকা থেকে নতুনভাবে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৫৫ টাকা ৫৮ পয়সা থেকে বাড়িয়ে ৫৭ টাকা ৩২ পয়সা করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিইআরসি এ মূল্য সমন্বয়ের ঘোষণা দেয়। সংস্থাটি জানায়, ঘোষণা অনুযায়ী নতুন এ মূল্য সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

আরও পড়ুন: ডিএসইতে বড় দরপতন: ১৩ কার্যদিবসে সর্বনিম্ন লেনদেন

এর আগে নভেম্বর মাসে এলপি গ্যাসের দাম ২৬ টাকা কমিয়ে ১ হাজার ২১৫ টাকা করা হয়েছিল। পাশাপাশি ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দামও ১ টাকা ১৯ পয়সা কমিয়ে ৫৫ টাকা ৫৮ পয়সা নির্ধারণ করা হয়।

মূল্য পরিবর্তনের ফলে ডিসেম্বর মাসে গৃহস্থালি সিলিন্ডার ও অটোগ্যাস—দুটো ক্ষেত্রেই ব্যয় কিছুটা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন: ভোজ্যতেলের দাম বাড়ানোর আইনগত ভিত্তি নেই: বাণিজ্য উপদেষ্টা