দাম বাড়লো এলপিজির
ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস)–এর নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ডিসেম্বর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২১৫ টাকা থেকে নতুনভাবে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৫৫ টাকা ৫৮ পয়সা থেকে বাড়িয়ে ৫৭ টাকা ৩২ পয়সা করা হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিইআরসি এ মূল্য সমন্বয়ের ঘোষণা দেয়। সংস্থাটি জানায়, ঘোষণা অনুযায়ী নতুন এ মূল্য সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
আরও পড়ুন: ডিএসইতে বড় দরপতন: ১৩ কার্যদিবসে সর্বনিম্ন লেনদেন
এর আগে নভেম্বর মাসে এলপি গ্যাসের দাম ২৬ টাকা কমিয়ে ১ হাজার ২১৫ টাকা করা হয়েছিল। পাশাপাশি ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দামও ১ টাকা ১৯ পয়সা কমিয়ে ৫৫ টাকা ৫৮ পয়সা নির্ধারণ করা হয়।
মূল্য পরিবর্তনের ফলে ডিসেম্বর মাসে গৃহস্থালি সিলিন্ডার ও অটোগ্যাস—দুটো ক্ষেত্রেই ব্যয় কিছুটা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: ভোজ্যতেলের দাম বাড়ানোর আইনগত ভিত্তি নেই: বাণিজ্য উপদেষ্টা





