শিক্ষামেলা: অনুষ্ঠিত হচ্ছে মেইসেস এডুকেশন মিট ২০২৩

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ন, ০৩ অগাস্ট ২০২৩ | আপডেট: ১০:০৮ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৩
ছবি: মেইসেস-এর ওয়েবসাইটের স্ক্রীনশট থেকে
ছবি: মেইসেস-এর ওয়েবসাইটের স্ক্রীনশট থেকে

দেশের শীর্ষস্থানীয় শিক্ষা বিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠান মেইসেস বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ করে দিতে রাজধানী ঢাকা সহ পাঁচটি বিভাগীয় শহরে দিনব্যাপী এডুকেশন মিটের আয়োজন করছে। অনুষ্ঠানটি  ৫ই আগস্ট (শনিবার)  সিলেটে, ৭ই আগস্ট (সোমবার) রংপুরে, ৯ই আগস্ট (বুধবার) খুলনাতে, ১১ই আগস্ট (শুক্রবার) ঢাকায় এবং ১২ই আগস্ট (শনিবার)  চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান এবং মালয়েশিয়ার ১০০টিরও বেশি  বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সফরকারী দলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও পরামর্শ করার সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন: ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

বাংলাদেশি শিক্ষার্থীদের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের সাথে সরাসরি আলাপ-আলোচনা ও পরামর্শ করার সুযোগ প্রদান করা, বিদেশে অধ্যয়নের সম্ভাবনা, বৃত্তি, ছাত্রজীবন এর অভিজ্ঞতা, জীবনযাত্রা, কোনো নির্দিষ্ট বিদ্যালয়ে ভর্তির যোগ্যতা এবং অন্যান্য বিষয় নিয়ে শিক্ষার্থীদের জানার উদ্দেশ্যে এত বড় পরিসরে এডুকেশন মিটের আয়োজন করছে উদ্যোগ্তা প্রতিষ্ঠানটি। 

প্রতি বছর এই অনুষ্ঠানে বিদেশে পড়তে আগ্রহী দুই হাজারেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে বিনামূল্যে। তবে  শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে এই ওয়েবসাইটে  https://studyabroadwithmaces.com আগে থেকেই নিবন্ধন করতে উৎসাহিত করছে মেইসেস। 

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের আইবিএ এমবিএ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন