ঢাকা কলেজে শিক্ষক-শিক্ষার্থী ধস্তাধস্তি, আটক ছাত্রকে ছাড়িয়ে নিল সহপাঠীরা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ৪:৩৫ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন২০২৫ দ্রুত বাস্তবায়নের দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের পদযাত্রা শুরুর প্রস্তুতির সময় ঢাকা কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। পরে ‘দালাল’ মন্তব্যের অভিযোগে এক শিক্ষার্থীকে শিক্ষকরা আটক করে কমনরুমে নিয়ে যান। খবর পেয়ে অন্যান্য শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে সহপাঠীকে উদ্ধার করেন।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের আইবিএ এমবিএ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

পরে জানা গেছে, সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিট থেকে ১১টার মধ্যে এই ঘটনা ঘটে। ঢাকার প্রখ্যাত এই কলেজে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি রূপান্তর আন্দোলনে অংশ নিতে শিক্ষার্থীরা প্রাঙ্গণে জড়ো হচ্ছিলেন। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটির সৃষ্টি হয়। একপর্যায়ে ২০২২২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফরহাদ রেজা শিক্ষকদের উদ্দেশ্যে ‘দালাল’ শব্দটি ব্যবহার করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

আরও পড়ুন: জ্যোতির্বিদদের অনুসন্ধানে উন্মোচিত মহাবিশ্বের রহস্য

বিবাদের একপর্যায়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তি ঘটে। কয়েকজন শিক্ষক ফরহাদ রেজাকে ধরে কমনরুমে নিয়ে যান। খবর পেয়ে অন্যান্য শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে তাকে উদ্ধার করেন।

ঘটনার সময় ক্যাম্পাসে উত্তেজনা দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানা গেছে। শিক্ষার্থীরা পরে নির্ধারিত সময় অনুযায়ী পদযাত্রা কর্মসূচিতে যোগ দেন।

কলেজ প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।