পরবর্তী বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত সব টেস্ট পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ৫:২৯ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন এইচএসসি পরীক্ষা ২০২৬ সংক্রান্ত নির্দেশনা না পাওয়া পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনি (টেস্ট) পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা।

রোববার (৯ নভেম্বর) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় এই সিদ্ধান্ত জানানো হয়।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের আইবিএ এমবিএ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

নির্দেশনায় বলা হয়েছে, “২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস চলমান থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্বাচনি পরীক্ষা গ্রহণ না করার জন্য অনুরোধ করা হলো।”

বোর্ড আরও জানিয়েছে, নির্বাচনি পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: জ্যোতির্বিদদের অনুসন্ধানে উন্মোচিত মহাবিশ্বের রহস্য

এছাড়া, বিষয়টি ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করেছে শিক্ষা বোর্ড।

ফলে আপাতত দেশের সব কলেজ ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস চলবে, তবে টেস্ট পরীক্ষা বন্ধ থাকবে।