তিতুমীর কলেজে ব্যানার টানানোকে কেন্দ্র করে ছাত্রদল–শিবির সংঘর্ষ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:০০ পূর্বাহ্ন, ২৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ৮:০০ পূর্বাহ্ন, ২৩ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ব্যানার টানানোকে কেন্দ্র করে ছাত্রদল এবং ইসলামী ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শনিবার রাত প্রায় ১২টায় অনুষ্ঠিত এ ঘটনায় দু’পক্ষের ধাওয়া–পাল্টাধাওয়ায় কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বনানী থানার ইন্সপেক্টর (তদন্ত) মেহেদী হাসান ঘটনাটি নিশ্চিত করে জানান, ব্যানার ঝোলানো নিয়ে উভয় ছাত্রসংগঠনের মধ্যে বিবাদ শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের আইবিএ এমবিএ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও উত্তেজনা এড়াতে কলেজ গেট ও আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। সংঘর্ষের সূত্রপাত কোন ব্যানার বা কোন পক্ষ টানাতে গিয়েছিল—এ বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।