ডাকসু ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদলের উত্তরা (দিয়াবাড়ি) আবাসন এলাকা পরিদর্শন

Sanchoy Biswas
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ১১:৫৬ পূর্বাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আবাসন সংকট নিরসন ও ভূমিকম্প-পরবর্তী ঝুঁকি মোকাবেলায় বিকল্প আবাসনের সম্ভাব্যতা যাচাইয়ে বিশ্ববিদ্যালয়ের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আজ উত্তরা (দিয়াবাড়ি) আবাসন এলাকা পরিদর্শন করেছে।

পরিদর্শনকালে প্রতিনিধিদলের সদস্যরা সম্ভাব্য আবাসন ভবনগুলোর কাঠামোগত অবস্থা, পরিবেশ, নিরাপত্তা, যাতায়াত সুবিধা এবং জরুরি সেবার প্রাপ্যতা পর্যালোচনা করেন।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের আইবিএ এমবিএ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

ডাকসুর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট (ভিপি) সাদিক কায়েম, এজিএস মহিউদ্দিন খান এবং ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী, সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ, অবসরপ্রাপ্ত সচিব (কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ) ড. খ. ম. কবিরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) কাজী মো. আকরাম হোসেন, এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তাফা এবং হিসাব পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম।

প্রতিনিধিদল জানিয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তা ও অস্থায়ী আবাসনের উপযুক্ততা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। পরিদর্শনের ভিত্তিতে দ্রুত পরবর্তী সিদ্ধান্ত নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে।

আরও পড়ুন: জ্যোতির্বিদদের অনুসন্ধানে উন্মোচিত মহাবিশ্বের রহস্য