শিবির কর্মী-চাকসু নেতা বোরহানের শহীদ হাদীকে জড়িয়ে ছাত্রদল নিয়ে মিথ্যাচার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর শহীদ আব্দুর রব হলের ভিপি বোরহান উদ্দিন, শহীদ হাদীর কবর খোড়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে অপরাজনীতির চেষ্টা করেছেন। তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, "এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে, কবি নজরুলের পাশে কবর খুড়তে বাধা দিচ্ছে বাম ও ছাত্রদল। নিজের চোখে এইসব দেখে জাস্ট ঘৃণা লাগতেসে। এদের মুখে হাদী, বুকে এজেন্সির লাল ভালোবাসা।"
পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে তোপের মুখে পোস্ট ডিলিট করে দেন। ওই পোস্টের কমেন্ট বক্সে ডাকসু নেত্রী রাফিয়া লিখেছেন, "ভুয়া খবর ছড়াচ্ছেন কেন? এরকম সময়েও রাজনীতি?"
আরও পড়ুন: জকসু নির্বাচন: ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ২১ দফা ইশতেহার ঘোষণা
ঢাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক ওয়াসি তামি বলেন, "চবি ছাত্রদলের সহযোদ্ধারা যে কিরকম বাটপার মোনাফেকদের সাথে ক্যাম্পাস শেয়ার করছেন সেটা আজ ঢাবিও টের পাচ্ছে। ঢাবি ক্যাম্পাসে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে অবাধে নিরাপদে খোড়া হচ্ছে শহীদ ওসমান হাদীর কবর। কিন্তু চবি বাটপার শিবিরের এই কবর খোড়া নিয়েও অপতথ্য ছড়াতে হবে।"
এ বিষয়ে চবি শিবিরের সভাপতি মোহাম্মদ আলী বলেন, "ওনি ওইখানে উপস্থিত থাকাকালীন কয়েকটি গ্রুপের মাঝে কথাকাটাকাটির বিষয়টি লক্ষ্য করেন। উপস্থিত সাংবাদিকদের বিষয়টি জিজ্ঞেস করলে তারা বলেন, এখানে একটু ঝামেলা হচ্ছে। বিষয়টি সামান্যই ছিল, কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে আসায় বেশি ইম্প্যাক্ট ফেলেছে। আমরা তার থেকে জবাব চেয়েছি কেন তিনি এই ধরনের পোস্ট করেছেন। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"
এ বিষয়ে চবি ছাত্রদলের সভাপতি মোহাম্মদ মহসিন বলেন, "ছাত্রশিবির বিগত ১৬ বছর গুপ্ত অবস্থায় থেকে সঠিক কর্মসূচির মাধ্যমে রাজনীতির মাঠে তেমন গুছিয়ে উঠতে পারেনি। তারা তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবেলা না করে ফেইক আইডি দিয়ে চারিত্রিক ও এথিকস-এর দিক দিয়ে আক্রমণ করে দমিয়ে রাখার চেষ্টা করে। এরকম একটি ফেসবুক পোস্ট গুপ্তাবস্থায় রাজনীতির নামে অপরাজনীতিকেই তুলে ধরে।"





