চবিতে শিক্ষার্থীদের হাতে গড়া প্রতিমায় সরস্বতী বন্দনা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী পূজা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরসহ বুদ্ধিজীবী চত্বর, মুক্তমঞ্চ ও বিভিন্ন বিভাগে এককভাবে করা হচ্ছে দেবী বন্দনা।
সরস্বতী পূজা সনাতন ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। জ্ঞান, বিদ্যা, বাণী, সংগীত ও শিল্পকলার দেবী মা সরস্বতীর আরাধনার মধ্য দিয়ে এই পূজা উদ্যাপিত হয়। বাংলা মাসের মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে এ পূজা অনুষ্ঠিত হয়, যা শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। এই পূজার মাধ্যমে বসন্ত ঋতুর আগমন বার্তা বহন করে।
আরও পড়ুন: শিক্ষকদের ভাতা নিয়ে জরুরি নির্দেশনা মাউশির
প্রতি বছরের তুলনায় এ বছর একটু বেশি আনন্দমুখর ও জাঁকজমকপূর্ণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পূজামণ্ডপগুলো। এ বছর ভক্তবৃন্দরা মোট ১৪টি মণ্ডপে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা করছেন।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী নিশীথ রায় সূর্য বলেন, “আমি খুবই আনন্দিত। শিক্ষার্থী হিসেবে দেবী সরস্বতীর আরাধনা করাটা আমাদের দায়িত্ব এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তা আনন্দঘন পরিবেশে উদ্যাপন করছে। আমরা সকলে দেবীর কাছে এটাই প্রার্থনা করি, আমরা যেন জ্ঞানের আলোয় অজ্ঞানতার অন্ধকারকে দূরীভূত করে পৃথিবীকে আলোকিত করে তুলতে পারি। বিশ্ববিদ্যালয়ের সবগুলো মণ্ডপেই শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে দেবী অর্চনা করেছে।”
আরও পড়ুন: সর্বমিত্র চাকমার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি





