জিবিপিএসের দায়িত্ব হস্তান্তর ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) আলোকচিত্রীদের সংগঠন ফটোগ্রাফিক সোসাইটি (জিবিপিএস) এর ষষ্ঠ কার্যনির্বাহী কমিটির ‘বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর’ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১ টায় আইকিউএসি সভাকক্ষে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
আরও পড়ুন: শিক্ষকদের ভাতা নিয়ে জরুরি নির্দেশনা মাউশির
ষষ্ঠ কার্যনির্বাহী কমিটির সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি নাজমুল মুক্তাদির সাইমুম বলেন, “আলোকচিত্র শুধু অনুভূতি নয়, এটি গল্প বলার একটি শক্তিশালী মাধ্যম, যা শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাংগঠনিক দক্ষতা কাজে লাগিয়ে সকল সদস্যকে নিয়ে সংগঠনকে আরও সামনের দিকে গৌরবের সাথে এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য।”
সংগঠনটির শিক্ষক উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নিলয় কুমার দে বলেন, “বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক কার্যক্রমগুলো আলোকচিত্র ও ভিডিওর মাধ্যমে তুলে ধরার পাশাপাশি একটি স্মরণিকা ও প্রামাণ্যচিত্র তৈরির পরিকল্পনা রয়েছে। এছাড়া সদস্যদের আরও দক্ষ আলোকচিত্রী হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।”
আরও পড়ুন: সর্বমিত্র চাকমার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি
উপাচার্য অধ্যাপক ড. মো. আবুলে হোসেন বলেন, “ফটোগ্রাফি সোসাইটির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের সুন্দর দিকগুলো তুলে ধরার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড যেমন: বন্যার্তদের ত্রাণ সহায়তা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ইত্যাদিতেও সক্রিয় ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এসব কার্যক্রম অব্যাহত রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বাত্মক সহায়তা প্রদান করবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান, পঞ্চম কার্যনির্বাহী কমিটির শিক্ষক উপদেষ্টা সহকারী অধ্যাপক তৌহিদুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী, জিবিপিএসের সাবেক নেতৃবৃন্দ এবং বর্তমান কার্যনির্বাহী কমিটির সদ্য দায়িত্বপ্রাপ্ত সদস্যরা।





