বিএনপির অভিযোগের পর জামায়াত-এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্কবার্তা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:১০ অপরাহ্ন, ২০ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১০:৩০ অপরাহ্ন, ২১ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মজলিসকে নির্বাচন কমিশন (ইসি) সতর্ক করেছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট চারটি দলের প্রধানদের কাছে লিখিত সতর্কবার্তা পাঠানো হয়েছে। চিঠিতে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: প্রবাসীদের ভোটে সাড়া, দেশে পৌঁছেছে ১ লাখ ৩৯ হাজারের বেশি ব্যালট

ইসি সূত্র জানায়, বিএনপির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর লিখিত অভিযোগ দাখিল করা হয়েছিল। অভিযোগে উল্লেখ করা হয়, ২১ জানুয়ারির আগে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ থাকা সত্ত্বেও এসব দল আচরণবিধি লঙ্ঘন করে মাঠে কার্যক্রম চালিয়েছে।

নির্বাচন কমিশন অভিযোগের সত্যতা যাচাই করে বিষয়টিকে ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ১৮ নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে চিহ্নিত করে। চিঠিতে সংশ্লিষ্ট দলের প্রধান ও দায়িত্বশীল ব্যক্তিদের সতর্ক করা হয়েছে, যাতে নির্ধারিত সময়ের আগে কোনো ধরনের প্রচারণা চালানো না হয়।

আরও পড়ুন: শেরপুরের সংঘাতে ইউএনও ও ওসি প্রত্যাহার

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আচরণবিধি অনুযায়ী নির্বাচনের পূর্বে গণসংযোগ বা প্রচারণা চালানো কঠোরভাবে নিষিদ্ধ। নির্বাচন কমিশন স্পষ্ট করেছে, ভবিষ্যতে এ ধরনের লঙ্ঘন দেখা দিলে সংশ্লিষ্ট দল বা প্রার্থীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।