এবার ‘ছায়াবাজ’ থেকে বাদ যাবেন জায়েদ খান!

SM Shamim
বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ন, ০৩ অক্টোবর ২০২৩ | আপডেট: ৬:৩৭ পূর্বাহ্ন, ০৩ অক্টোবর ২০২৩
ছবি : ইন্টারনেট
ছবি : ইন্টারনেট

সম্প্রতি ‘ছায়াবাজ’ সিনেমা থেকে বাদ দেয়া হয়েছে কলকাতার অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জিকে। এবার বাদ পরতে যাচ্ছেন জায়েদ খান। এই সিনেমায় অভিনয় করতে বাংলাদেশে এসে বিতর্কে জড়ান সায়ন্তিকা। প্রযোজক ও নৃত্য পরিচালক মাইকেল বাবুর বিরুদ্ধে অপেশাদারি আচারণের অভিযোগ এনে শুটিং শেষ না করেই কলকাতায় ফিরে যান তিনি। 

নায়িকার এমন অভিযোগের পর তার বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন প্রযোজক মনিরুল ইসলাম। ফলে অনিশ্চয়তায় পড়ে ছবিটি। এই অবস্থায় প্রযোজক মনিরুল ইসলামে একটি গণমাধ্যমকে জানালেন, ‘ছায়াবাজ’ সিনেমাটি নিয়ে অনেক জলঘোলা হয়েছে। ছবিটি শেষ করতে পারব কিনা সেটা নিয়েও সংশয় তৈরি হয়েছে। তবে আমি আমার জায়গা থেকে সরছি না। আগামী ১০-১২ দিনের মধ্যে সায়ন্তিতা ও জায়েদ খান যদি নৃত্য পরিচালক মাইকেল বাবুর কাছে ক্ষমা না চায় তাহলে অন্য চিন্তা করব। দরকার হলে তাদের বাদ দিয়ে অন্য নায়ক-নায়িকা নিয়ে শুটিং করব।’

আরও পড়ুন: বহু বছরের গোপন প্রেমিকের কথা স্বীকার করলেন জয়া

‘ছায়াবাজ’ চলচ্চিত্রের শুটিং শুরু হয়েছিল কক্সবাজারে। সেখানে ১০ দিনের মত শুটিং হয়েছে। সিনেমার জন্য বেশ কিছু টাকা খরচ করেছেন প্রযোজক। এত টাকা খরচের পরও সিনেসাটির ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নয় মনিরুল ইসলাম। তিনি বলেন, ‘জীবনে অনেক টাকা লস হয়েছে। কিন্তু আমার কাছে মানসন্মানটাই বেশি বড়। মাইকেল বাবু হলেন আমাদের অবিভাবক। তাকে অপমান করা মানে আমাদের সবাইকে অপমান করা। এটা মেনে নেওয়ার মত না। যতি তারা ক্ষমা চান তাহলে নতুন করে আবার শুটিং করব। না হলে দেশের অন্য নায়ক-নায়িকা নিয়ে কাজ করব।’

‘ছায়াবাজি’ নামে তিনি মূলত একটি ওয়েব সিরিজ বানাতে চেয়েছিলেন। এরপর জায়েদ খানের অনুরোধে পরিকল্পনা বদল করেন তিনি। এরপরই শুরু হয় সিনেমা নিয়ে নানান জটিলতা। এখন অপেক্ষা এই জটিলতা কাটিয়ে আবারও ‘ছায়াবাজি’র শুটিংয়ে ফেরার।

আরও পড়ুন: ফেসবুকে তিশার উদ্দেশে শাওন বললেন, ‘নাটক কম করো পিও’