‘মেয়ের বিয়ের দিন খুব কাঁদব’

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১:২৯ অপরাহ্ন, ২৬ অক্টোবর ২০২৩ | আপডেট: ৮:০০ পূর্বাহ্ন, ২৬ অক্টোবর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউডের সুপার স্টার আমির খান তার একমাত্র মেয়ে ইরা খানের বিয়ে নিয়ে বেশ উচ্ছ্বসিত। বিয়ের সব আয়োজন নিজের হাতেই সামাল দিচ্ছেন আমির। 

জানা গেছে, ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুরে এলাহি আয়োজনে ২০২৪ সালের ৩ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়বেন আমিরকন্যা ইরা খান। তবে তার আগে হবে আইনি বিয়ে। এরপর ১৩ জানুয়ারি মুম্বাইয়ে হবে রিসিপশন অনুষ্ঠান।

আরও পড়ুন: বহু বছরের গোপন প্রেমিকের কথা স্বীকার করলেন জয়া

এ অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, নতুন বছরের প্রথম মাসের ৮-১০ তারিখ পর্যন্ত তিন দিন ধরে চলবে অনুষ্ঠান। মেহেদি থেকে সংগীত, হলদি সবটাই হবে ধুমধাম করে। নিমন্ত্রিত থাকবেন শুধু বর ও কনের পরিবার, আর খুব কাছের বন্ধুরা।

এদিকে মেয়ের বিয়ের তারিখ ঠিক হতেই কেঁদে ভাসাচ্ছেন আমির। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মেয়ের বিয়ের দিন খুব কাঁদব।’

আরও পড়ুন: ফেসবুকে তিশার উদ্দেশে শাওন বললেন, ‘নাটক কম করো পিও’

সেই সাক্ষাৎকারে আমির বলেন, আমার কথাগুলো হয়তো সিনেমার সংলাপের মতো শোনাবে। নূপুর আমার শুধু জামাই নয়, আমার ছেলেই। আয়রা যে সময় অবসাদের সঙ্গে লড়াই করছিল, সেই সময় প্রতিটা মুহূর্তে মেয়েকে সঙ্গ দিয়েছে। আর ওঁরা দুজনে একে অপরের সঙ্গে খুশি, সেটাই আমার কাছে যথেষ্ট।