আমির খানের মেয়ের বিয়ে আজ

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ন, ০৩ জানুয়ারী ২০২৪ | আপডেট: ৫:৪১ পূর্বাহ্ন, ০৩ জানুয়ারী ২০২৪
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আজ (বুধবার) বলিউড সুপারস্টার আমির খানের মেয়ে ইরা খানের বিয়ে। নভেম্বর মাসে প্রেমিক নূপুর শিখরের সঙ্গে বাগদান সারেন ইরা। আর আজ হচ্ছে বিয়ে।  

গতকাল গায়ে হলুদের অনুষ্ঠানে ইরার মা রিনা দত্ত এবং আামিরের দ্বিতীয় স্ত্রী কিরণ রাওকে একসঙ্গে দেখা গেছে। দু’জনের পোশাকেও ছিল মিল। শাড়ির রংআলাদা থাকলেও সাজ-পোশাক, স্টাইলে বেশ মিল ছিল। 

আরও পড়ুন: বহু বছরের গোপন প্রেমিকের কথা স্বীকার করলেন জয়া

ইরার পরনে ছিল সাদা-কালো রঙের একটি শার্ট আার সঙ্গে মিনি স্কার্ট। মুখে মেক আপের লেশমাত্র ছিল না। আমিরও পরেছিলেন একটি কালো রঙের টি-শার্ট। আলোকচিত্রীদের ধন্যবাদও জানান আমির।

মেয়ে ইরার বাগ্‌দানেও আমিরের প্রাক্তন দুই স্ত্রী রিনা ও কিরণকে একসঙ্গে দেখা গিয়েছিল। প্রায় দু’বছর ধরে ফিটনেস কোচ নূপুরের সঙ্গে সম্পর্ক ইরার। নভেম্বরে মুম্বাইয়ে ঘটা করে আয়োজন করা হয় বাগ্‌দান অনুষ্ঠানের। বিয়ের কনে রূপে আামির-কন্যাকে দেখার অপেক্ষায় সবাই।

আরও পড়ুন: ফেসবুকে তিশার উদ্দেশে শাওন বললেন, ‘নাটক কম করো পিও’