'বইমেলা শুরুর আগে দুইটি প্রকাশনী আমার পেছনে লেগে ছিল'

এবারের বইমেলায় খন্দকার মুশতাকের দুইটি বই প্রকাশ পেয়েছে। নিজেদের বইয়ের প্রচারণায় বইমেলায় গিয়ে অপদস্থের শিকার হয়েছেন মুশতাক আহমেদ ও তিশা দম্পতি। যা নিয়ে মুখ খুলেছেন সচেতন মহল থেকে শুরু করে তারকারাও।গনমাধ্যমের সাথে এক আলাপচারিতায় চিত্রনায়ক জায়েদ খান জানালেন, এবারের বইমেলার আগে তার পেছনেও দুইটি প্রকাশনী ঘুরেছে বই প্রকাশ করার জন্য। জায়েদ খান বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর একটি ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা জানান।
তিনি বলেন, "বইমেলা শুরুর আগে দুইটি প্রকাশনী আমার পেছনে লেগে ছিল। তারা চেয়েছিল, আমার নামে বই বের করবে। কিন্তু আমি রাজি হইনি। সরাসরি জানিয়ে দিয়েছি, এসব আমার জন্য নয়। কারণ আমি লেখক নই, একজন অভিনেতা। তাই অভিনয়টাই করতে চাই।"
আরও পড়ুন: বহু বছরের গোপন প্রেমিকের কথা স্বীকার করলেন জয়া
জায়েদ খান আরও বলেন, 'শুধু খন্দকার মুশতাক আহমেদ ও তিশা দম্পতির সমালোচনা করলেই হবে না, আপনি খোঁজ নিন তাদের বই কারা বের করেছে। তারাও দোষী। কারণ কেউ ভাইরাল হলেই এইসব প্রকাশনী তাদের বাড়ি বাড়ি চলে যায়, নানা প্রলোভন দেখিয়ে তাদের বই প্রকাশ করান।'
প্রসঙ্গত, কিছুদিন আগে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদ একই কলেজের শিক্ষার্থী সিনথিয়া ইসলাম তিশাকে বিয়ে করে আলোচনায় আসেন। তারা ভালোবেসে একে অপরকে বিয়ে করেছেন বলে জানান। তাদের বিয়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। এই বিতর্কের জের ধরে বইমেলায় খন্দকার মুশতাক ও তিশার লেখা বই নিয়ে বিতর্ক শুরু হয়। অনেকেই মনে করেন, ভাইরাল হওয়ার সুযোগে তাদের বই প্রকাশ করেছে প্রকাশনীগুলো।
আরও পড়ুন: ফেসবুকে তিশার উদ্দেশে শাওন বললেন, ‘নাটক কম করো পিও’