টালিউডের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে বাংলাদেশি তারকাদের ঝলক

বলিউডের পাশাপাশি টালিউডও বেশ কয়েক বছর ধরে 'ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস' আয়োজন করে আসছে। সেই ধারাবাহিকতায় আগামী ২৯ মার্চ কলকাতা শহরের আইটিসি রয়েল বেঙ্গল হোটেলে অনুষ্ঠিত হবে 'ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪'।এই আসরে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত টালিউডের সিনেমাগুলোর মধ্য থেকে নির্বাচিত হবেন সেরা অভিনয়শিল্পীরা। উল্লেখযোগ্য বিষয় হল, এবারের পুরস্কারের মনোনয়ন তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় তারকারাও।
ফিল্মফেয়ার ডটকম জানায়, গত কয়েক বছরের মতো এবারও মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সেরা অভিনেত্রী ও সেরা পার্শ্ব অভিনেত্রীর তালিকায় জায়গা পেয়েছেন তিনি। জয়া ছাড়াও অপি করিম এবং তাসনিয়া ফারিণও মনোনীত হয়েছেন পুরস্কারের জন্য। এছাড়া অভিনেতা সোহেল মন্ডল এবং গায়ক মাহতিম শাকিবের নামও এবারের পুরস্কারের মনোনয়ন তালিকায়।
আরও পড়ুন: বহু বছরের গোপন প্রেমিকের কথা স্বীকার করলেন জয়া
কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির 'দশম অবতার' সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কারের জন্য মনোনয় পেয়েছেন জয়া। এই তালিকায় জয়ার সঙ্গে আরও রয়েছেন—চূর্ণী গাঙ্গুলি, কোয়েল মল্লিক, ঋতাভরী চক্রবর্তী, শোলাঙ্কি রায় ও স্বস্তিকা মুখার্জি।
অন্যদিকে জয়ার ‘দশম অবতার’ সিনেমাটি বক্স অফিসে খুব একটা সুবিধা করতে না পারলেও জয়ার 'মৈত্রেয়ী' চরিত্রের অভিনয়ের প্রশংসা করেছেন সমালোচকরা। আর এই সিনেমায় অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন জয়া।
আরও পড়ুন: ফেসবুকে তিশার উদ্দেশে শাওন বললেন, ‘নাটক কম করো পিও’
সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী শাখায় মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের দুই অভিনেত্রী অপি করিম ও তাসনিয়া ফারিণও। ভারতীয় নির্মাতা ইন্দ্রনীল রায়চৌধুরীর ‘মায়ার জঞ্জাল’ সিনেমায় অভিনয়ের জন্য সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রীর তালিকায় নাম এসেছে তার। এই সিনেমার মাধ্যমেই ১৫ বছর পর বড় পর্দায় কাজ করেন তিনি।
এছাড়া অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’র জন্য তাসনিয়া ফারিণের নাম এসেছে। টালিউডের এই সিনেমায় দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে ফারিণের। এছাড়া সেরা নবাগত অভিনেত্রীর তালিকাতেও রয়েছে তার নাম।
কেবল তিন অভিনেত্রী নয়, ‘মায়ার জঞ্জাল’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা পার্শ্বচরিত্রের অভিনেতা শাখায় মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি অভিনেতা সোহেল। চমক দেখিয়েছেন গায়ক মাহতিম শাকিবও। সেরা গায়কের শাখায় স্থান পেয়েছেন তিনি। কলকাতার ‘চিনি টু’ সিনেমার ‘তুমি জানতেই পারো না’ গানের জন্য এই মনোনয়ন পেয়েছেন মাহতিম।
তবে মাহতিমকে এই পুরস্কার জিততে হলে লড়তে হবে ভারতের বাঘা সব শিল্পীদের সঙ্গে। তিনি ছাড়াও সেরা গায়কের মনোনয়ন পেয়েছেন অনুপম রায়, অরিজিৎ সিং, রূপম ইসলাম এবং যৌথভাবে ঈশান মিত্র ও রণজয় ভট্টাচার্য।