শাকিব খানের নায়িকা তিশা!

জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের নতুন ছবিতে এবার তার বিপরীতে দেখা যেতে পারে জনপ্রিয় নাট্যাভিনেত্রী তানজিন তিশাকে। এর মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় শাকিব খানের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন এই অভিনেত্রী।
সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, সবকিছু মৌখিকভাবে চূড়ান্ত হলেও এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। শিগগিরই পুরো টিম এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানাবেন বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: বহু বছরের গোপন প্রেমিকের কথা স্বীকার করলেন জয়া
এ ছবির নাম এখনো নির্ধারণ হয়নি। এটি পরিচালনা করবেন বিজ্ঞাপন ও টেলিভিশন নাটকে প্রশংসিত নির্মাতা সাকিব ফাহাদ। জানা গেছে, সিনেমাটির অধিকাংশ শুটিং হবে বাংলাদেশ ও থাইল্যান্ডে।
চলচ্চিত্রটির কাহিনিতে রয়েছে চমক। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, এতে শাকিব খান অভিনয় করবেন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান চরিত্রে। তবে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সরাসরি সেনা কর্মকর্তার ভূমিকায় নয়, বরং তাকে দেখা যাবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক চৌকস এজেন্ট হিসেবে—যিনি দেশের জন্য একের পর এক ভয়ংকর মিশন সম্পন্ন করেন।
আরও পড়ুন: ফেসবুকে তিশার উদ্দেশে শাওন বললেন, ‘নাটক কম করো পিও’
গল্পে বাস্তব ঘটনার ছোঁয়া থাকলেও এতে যোগ করা হয়েছে সিনেমাটিক নাটকীয়তা, অ্যাকশন ও থ্রিল। পাশাপাশি উঠে আসবে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, একজন গোয়েন্দা কর্মকর্তার দায়িত্ব পালনের সময়কার মানসিক দ্বন্দ্ব এবং তার ব্যক্তিগত জীবনের টানাপোড়েন।
শাকিব খানকে নিয়ে এটি হবে নির্মাতা সাকিব ফাহাদের প্রথম চলচ্চিত্র। পরিকল্পনা অনুযায়ী, আগামী সেপ্টেম্বরেই শুটিং শুরু হবে এবং চলতি বছরের ডিসেম্বরেই মুক্তি পাবে সিনেমাটি।
শুধু বাংলাদেশেই নয়, সিনেমাটি একযোগে মুক্তির পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মধ্যপ্রাচ্যের প্রেক্ষাগৃহেও।
নতুন এই জুটি এবং সিনেমার কনসেপ্ট ইতোমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। এবার দেখার পালা, কেমন চমক নিয়ে হাজির হন শাকিব–তিশা জুটি।