স্বাস্থ্য অধিদপ্তরের হোমিও-দেশজ বিভাগে নতুন পরিচালক ডা. বিধান চন্দ্র

Shakil
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:০৯ পূর্বাহ্ন, ২৮ এপ্রিল ২০২৩ | আপডেট: ৩:২০ পূর্বাহ্ন, ২৮ এপ্রিল ২০২৩
ফাইল ফটো
ফাইল ফটো

স্বাস্থ্য অধিদপ্তরের হোমিও ও দেশজ বিভাগের নতুন পরিচালক পদে ডা. বিধান চন্দ্র সেনগুপ্তকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) স্বাস্থ্যসেবা বিভাগের পারসোনেল-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. আলমগীর কবীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ৩৩ ধরনের ওষুধের দাম কমালো, সাশ্রয় ১১৬ কোটি টাকা

প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার এবং স্বাস্থ্য সার্ভিসের কর্মকর্তা ডা. বিধান চন্দ্রকে তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো।

বদলি বা পদায়নকৃত কর্মকর্তা আগামী তিন কর্ম দিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় চতুর্থ কর্ম দিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যাহতি মর্মে গণ্য হবেন। রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

আরও পড়ুন: ইউনিভার্সাল মেডিক্যাল ও ভ্যাট ফোরামের স্বাস্থ্যচুক্তি

এর আগে ডা. বিধান চন্দ্র স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেইসঙ্গে ঢাকার ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালের পরিচালক হিসেবে সংযুক্ত ছিলেন।