নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ৪২৫ জন, ২৪ ঘণ্টায় মৃত্যু ৩

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:২২ অপরাহ্ন, ০৮ জুলাই ২০২৫ | আপডেট: ৭:৪৬ পূর্বাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে।

মঙ্গলবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: ৩৩ ধরনের ওষুধের দাম কমালো, সাশ্রয় ১১৬ কোটি টাকা

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৪২৫ জন রোগী। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা বিভাগেও একজনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ১৮৮ জনে।

আরও পড়ুন: ইউনিভার্সাল মেডিক্যাল ও ভ্যাট ফোরামের স্বাস্থ্যচুক্তি

চলতি বছর একদিনে সর্বোচ্চ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল ৭ জুন, সেদিন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৪৯২ জন।

এদিকে, চলতি জুলাই মাসের প্রথম আট দিনে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৯ জন। এর আগে জুন মাসে মারা যান ১৯ জন, মে মাসে ৩ জন, এপ্রিলে ৭ জন, মার্চে ৩ জন এবং জানুয়ারিতে ১০ জন। ফেব্রুয়ারি মাসে ডেঙ্গুতে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তার বাড়ার কারণে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে। তাই জনসাধারণকে সচেতন হওয়ার পাশাপাশি পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন তারা।