চার দশকের হিসাব
বিরূপ আবহাওয়ার কারণে ইউরোপে মৃত্যু প্রায় দুই লাখ

ইউরোপে চরম আবহাওয়ার কারণে গত চল্লিশ বছরে প্রায় দুই লাখ মানুষের মৃত্যু হয়েছে এবং অর্থনৈতিক ক্ষতি হয়েছে ৫৬ হাজার কোটি ইউরোর অধিক। ইউরোপীয় পরিবেশ সংস্থা (ইইএ) থেকে এ তথ্য জানানো হয় আজ বুধবারে (১৪ জুন)।
প্রতিবেদনে বলা হয়, ১৯৮০ থেকে ২০২১ সাল এই চল্লিশ বছরের মধ্যে বন্যা, ঝড়, তাপ প্রবাহ, শৈত্যপ্রবাহ, দাবানল ও ভূমিধসের কারণে প্রায় ১ লাখ ৯৫ হাজার মানুষ মারা গেছে।
আরও পড়ুন: ড. ইউনূসের সাক্ষাৎকারে অবাধ নির্বাচনের প্রতিশ্রুতি, প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্কের বার্তা
সর্বশেষ তথ্যানুসারে, ৮১ শতাংশের মৃত্যু ও ১৫ শতাংশ আর্থিক ক্ষতির কারণ তাপপ্রবাহ। তবে ক্ষয়ক্ষতির মধ্যে ৩০ শতাংশ বীমাকৃত। যার পরিমাণ মোট ক্ষতি ৫৬ হাজার কোটি ইউরোর তুলনায় মাত্র ১৭ হাজার কোটি ইউরো।
ইউরোপে ২০২২ সালের গ্রীষ্মে তাপপ্রবাহের কারণে স্বাভাবিকের চেয়ে বেশি মানুষ মারা গেলেও এ সব তথ্য বুধবার প্রকাশিত হিসাবে ধরা হয়নি।
আরও পড়ুন: ভারতে মানবাধিকার লঙ্ঘন অব্যাহত, পদক্ষেপ সীমিত: যুক্তরাষ্ট্রের প্রতিবেদন
ইইএ বলেছে, ২০১৬-২০১৯ সালের মাসপ্রতি গড় তুলনায় ২০২২ সালের জুলাই মাসে ৫৩ হাজার বেশি মৃত্যু হয়েছে। এটা ১৬ শতাংশ বেশি।
তবে জুন-আগস্টে তাপের কারণে স্পেনে ৪ হাজার ৬০০ জনের বেশি মৃত্যু হয়েছে।
মানুষের কারণে জলবায়ু পরিবর্তন ২০২২ সালে খরার ঝুঁকি ৫-৬ গুণ বাড়িয়েছে। সাম্প্রতিক বছরের তুলনায় দাবানল ২ গুণ বেশি অঞ্চলকে পুড়িয়ে ফেলেছে। এ সব তথ্য দিয়ে ইইএ জানায়, খরার জন্য আমাদের আরো মূল্য দিতে হতে পারে।