একের পর এক বিক্ষোভে উত্তাল ইরান, সরকার পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্পের

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১:২১ অপরাহ্ন, ২৯ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১:২১ অপরাহ্ন, ২৯ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

একের পর এক বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইরান। দেশটির সরকার বর্তমানে ইতিহাসের অন্যতম কঠিন সময় পার করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এমন পরিস্থিতির মধ্যেই কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানে সরকার পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কান নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের বর্তমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: গাজায় প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি নিহতের কথা স্বীকার ইসরায়েলের

সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প ইরানের শীর্ষ নেতৃত্ব, নিরাপত্তা কর্মকর্তা, পারমাণবিক স্থাপনা ও সরকারি ভবনে সম্ভাব্য হামলার বিষয়টি বিবেচনা করছেন। এদিকে ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের বিশ্বাস ট্রাম্প চূড়ান্তভাবে ইরানের সরকার পরিবর্তনের লক্ষ্যেই কাজ করবেন।

এর আগে সিএনএন আরও জানায়, মঙ্গলবার এক ভাষণে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের আরও একটি সুসজ্জিত নৌবহর ইরানের পথে রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ইরান আলোচনার মাধ্যমে সমঝোতায় আসতে রাজি হবে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাব হবে ‘দ্রুত ও চূড়ান্ত’—ইরানের সেনাবাহিনী

অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সাম্প্রতিক বিক্ষোভ চলাকালে হতাহত, ক্ষয়ক্ষতি ও অপপ্রচারের জন্য যুক্তরাষ্ট্র ও ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন। তিনি বলেন, বিদেশি শক্তিগুলো ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।