ফিলিপিনো সমুদ্রে জ্বলল ফেরি, উদ্ধার ১২০ আরোহী

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ন, ১৮ জুন ২০২৩ | আপডেট: ৮:১৫ পূর্বাহ্ন, ১৮ জুন ২০২৩
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফিলিপাইনের সমুদ্রে স্থানীয় সময় রবিবার ভোরে একটি ফেরিতে আগুন লাগার পর ১২০ যাত্রী ও ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। আগুনও ইতিমধ্যে নেভানো হয়েছে। দেশটির কোস্ট গার্ড এ তথ্য জানিয়েছে।

কোস্ট গার্ড জানায়, সিকুইজোর প্রদেশ থেকে ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় বোহোল প্রদেশে যাওয়ার সময় এমভি এস্পেরানজা স্টারে আগুন লাগে। ফেরিটি ৬৫ জন যাত্রী ও ৫৫ জন ক্রু সদস্য বহন করছিল।

আরও পড়ুন: ড. ইউনূসের সাক্ষাৎকারে অবাধ নির্বাচনের প্রতিশ্রুতি, প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্কের বার্তা

রবিবার ফিলিপাইন কোস্টগার্ডের শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, এমভি এস্পেরানজা স্টারের পেছন দিক থেকে কালো ধোঁয়ার মতো আগুনের শিখা উঠছে। খবর সিএনএনের।

উপকূলরক্ষী জানান, জাহাজ থেকে ১২০ যাত্রী ও ক্রুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এতে বলা হয়, আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন: ভারতে মানবাধিকার লঙ্ঘন অব্যাহত, পদক্ষেপ সীমিত: যুক্তরাষ্ট্রের প্রতিবেদন

কোস্টগার্ডের মতে, জাহাজটি ফিলিপাইনের সিকুইজোর এবং বোহোল দ্বীপের মধ্যে যাওয়ার সময় আগুন লেগেছিল।

ঘন ঘন ঝড়, খারাপভাবে রক্ষণাবেক্ষণ করা জাহাজ, অতিরিক্ত ভিড় এবং বিশেষ করে প্রত্যন্ত প্রদেশে নিরাপত্তা বিধির সঠিক প্রয়োগ না করার কারণে ফিলিপাইন দ্বীপপুঞ্জে খুবই সাধারণ সমুদ্র দুর্ঘটনা।