চীনে কিন্ডারগার্টেনে ছুরি হামলায় ৬ জন নিহত, আহত ১

চীনের একটি কিন্ডারগার্টেনে ছুরিকাঘাতে কমপক্ষে ৬ জন নিহত ও ১ জন আহত হয়েছে। এ ঘটনা ঘটেছে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের গুয়াংডং প্রদেশে। এ জন্য ২৫ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার ডাকনাম উ।
এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, নিহতদের মধ্যে আছেন একজন শিক্ষক, দু’জন অভিভাবক ও তিনটি শিশু। স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ৮টার দিকে গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিকে। পুলিশ একে ইচ্ছাকৃত হামলা বলে অভিহিত করেছে। চীনে ভয়াবহ হামলা বা অপরাধের ঘটনা বিরল।
আরও পড়ুন: ড. ইউনূসের সাক্ষাৎকারে অবাধ নির্বাচনের প্রতিশ্রুতি, প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্কের বার্তা
তবে সাম্প্রতিক সময়ে স্কুলগুলোতে ছুরি হামলা বৃদ্ধি পেয়েছে। গত আগস্টে জিয়াংসি প্রদেশের একটি কিন্ডারগার্টেনে ছুরি হামলা চালানো হয়। তাতে তিনজন নিহত হয়। আহত হয় ৬ জন। ২০২১ সালের এপ্রিলে গুয়াংসি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের বেইলিউ শহরে গণহারে ছুরি হামলা করা হয়। তাতে দুটি শিশু নিহত হয়। আহত হয় ১৬ জন।
২০১৮ সালের অক্টোবরে চোংকিংয়ে একটি কিন্ডারগার্টেনে ছুরি হামলায় আহত হয় ১৪টি শিশু।
আরও পড়ুন: ভারতে মানবাধিকার লঙ্ঘন অব্যাহত, পদক্ষেপ সীমিত: যুক্তরাষ্ট্রের প্রতিবেদন