ফিনল্যান্ডের তরুণ এমপির পার্লামেন্ট ভবনে আত্মহত্যা

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৫ | আপডেট: ১২:৪০ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফিনল্যান্ডের তরুণ সংসদ সদস্য ইমেলি পেল্টোনেন (এসডিপি) মঙ্গলবার (১৯ আগস্ট) পার্লামেন্ট ভবনে মারা গেছেন। তার বয়স হয়েছিল মাত্র ৩০ বছর। বিষয়টি নিশ্চিত করেছে ফিনিশ পার্লামেন্টের যোগাযোগ অফিস। উসিমা থেকে প্রথমবার নির্বাচিত পেল্টোনেন সংসদের প্রশাসনিক ও আইনি কমিটির সদস্য ছিলেন। এছাড়া তিনি জার্ভেনপা সিটি কাউন্সিলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

সংসদ সদস্যের মৃত্যুতে ফিনিশ প্রধানমন্ত্রী পেটেরি অর্পো একে “সত্যিই মর্মান্তিক খবর” বলে উল্লেখ করেছেন। কাজানিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটি অত্যন্ত দুঃখজনক সংবাদ। আমরা পরিবার, প্রিয়জন ও সহকর্মীদের শক্তি পাঠাচ্ছি। এটি আমাদের সবাইকে গভীরভাবে প্রভাবিত করেছে।

আরও পড়ুন: বাসভবনে সবার সামনে দিল্লির মুখ্যমন্ত্রীকে চুল টেনে ধরে চড় মাড়ল যুবক!

ঘটনার কারণে ন্যাশনাল কোয়ালিশন পার্টির রাজনৈতিক আলোচনা স্থগিত করা হয়েছে।

পার্লামেন্ট স্পিকার জুসি হাল্লা-আহো, এসডিপি সংসদীয় দলের চেয়ারম্যান তিত্তি টুপ্পুরাইনেন, সাবেক প্রধানমন্ত্রী সান্না মেরিনসহ একাধিক রাজনৈতিক নেতা শোক প্রকাশ করেছেন। তারা পেল্টোনেনকে একজন সম্মানিত সহকর্মী ও প্রিয় মানুষ হিসেবে বর্ণনা করেছেন।

আরও পড়ুন: মেক্সিকোর সড়কে মিলল ৬ জনের কাটা মাথা

এসডিপি চেয়ারম্যান আন্টি লিন্ডটম্যান বলেন, ইমেলি অনেক দিক থেকেই অনন্য ছিলেন। তিনি কখনও নিজের জন্য কিছু চাননি, সবসময় ফিনল্যান্ড ও সামাজিক গণতান্ত্রিক আন্দোলনের জন্য কাজ করেছেন।

হেলসিঙ্কি পুলিশ জানিয়েছে, এমপি পেল্টোনেনের মৃত্যুতে কোনো অপরাধের প্রমাণ মেলেনি। ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে এবং তদন্ত চলছে। জরুরি কল আসে সকাল ১১টা ৬ মিনিটে।

জুনের শুরুতে পেল্টোনেন সামাজিক মাধ্যমে জানান, তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন। বসন্ত অধিবেশনের শেষ দিকে তিনি সংসদীয় কাজে অনুপস্থিত ছিলেন এবং গ্রীষ্মকালীন ছুটিতেও অসুস্থ অবস্থায় ছিলেন। পেল্টোনেনের আসনটি নেবেন পোরভুর অ্যানেট কার্লসন। তিনি সরে গেলে বিকল্প হিসেবে আসন পাবেন সাবেক প্রধানমন্ত্রী আন্টি রিন।