কাপাসিয়ায় এসএস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ন, ১৭ অগাস্ট ২০২৫ | আপডেট: ২:১৮ অপরাহ্ন, ১৭ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরে কাপাসিয়া উপজেলার শাহজাহান স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনে আয়োজনে মেধাবী  শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার বীর উজুলী মডেল একাডেমীর স্কুল মাঠে ৮০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন গাজীপুর জেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য ও কাপাসিয়া উপজেলা বিএনপির কমিটির সদস্য  সমাজকর্মী এফ. এম. মমতাজ উদ্দিন রেনু। স্বাগত বক্তব্য রাখেন শাজাহান স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি সমাজ বন্ধু মুহাম্মদ ইকবাল হোসাইন। প্রধান বক্তা ছিলেন ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল ডেপুটি ডিরেক্টর (শিক্ষা) ডাঃমাহমুদ মুজতবা।

আরও পড়ুন: আশুলিয়ায় স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যা, স্বামী গ্রেফতার

কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল সায়েন্টিক্স মোহাম্মদ শামসাল ইসলাম, ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল ফ্যাকো ডেভেলপমেন্ট ম্যানেজার আহসানুল হক।

এসময় উপস্থিত ছিলেন এস এস ওয়েলফের ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুল সাত্তার মাস্টার, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলী আকবর, এস এস ওয়েলফেয়ার ফাউন্ডেশনে  সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির শিমুল,  মানবতার ঘরের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মোমতাজ উদ্দিন মাষ্টার,বীর উজলী মডেল একাডেমির পরিচালক আশরাফুল আলম  আসাদ সহ নাইজেরিয়া ও মঙ্গোলিয়া দেশের চক্ষু বিশেষজ্ঞ ১০ জন ডাক্তার এবং  বিভিন্ন এলাকা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন গত ২৪ সালে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় থেকে পঞ্চম ও অষ্টম শ্রেণী ৫৩০ জন ছাত্র ছাত্রী মেধাবৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেন।

আরও পড়ুন: একাধিক চাঁদাবাজি মামলার পরও আশুলিয়ার বিএনপি নেতার হুমকি-ধমকি

অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ৮০ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়।

শাহজাহান স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মুহাম্মদ ইকবাল হোসাইন জানান, আমরা বিশ্বাস করি, কাপাসিয়া উপজেলার প্রত্যন্ত গ্রামের মেধাবী কিন্তু সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান লক্ষ্য। গত ১৪ বছর ধরে এই লক্ষ্যেই আমরা কাজ করে চলেছি, এবং ভবিষ্যতেও এ কার্যক্রম আরও বিস্তৃত করব। এ বছর প্রাথমিক ও মাধ্যমিক  পর্যায়ে শিক্ষার্থীদের ৮০ জন মাঝে  সম্মাননা ক্রেজ,  সনদ পত্র, নগদ অর্থ প্রদান করা হয়েছে।

শিক্ষার আলো পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ এই ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শাজাহান স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশন শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি একটি স্বপ্নের নাম—যে স্বপ্ন দেশের ভবিষ্যৎ নির্মাণে শিক্ষাকে হাতিয়ার হিসেবে গড়ে তুলছে।