ঢাকা-সিলেট মহাসড়কের ২০ কিলোমিটারজুড়ে তীব্র যানজট

Sanchoy Biswas
সঞ্জীব ভট্টাচার্য্য, জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫ | আপডেট: ৮:৫৪ অপরাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি পণ্যবাহী ট্রাক বিকল হয়ে পড়ায় দীর্ঘ তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ ১৪ আগস্ট বৃহস্পতিবার ভোর ৪টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার বেড়তলা থেকে সরাইল বিশ্বরোড মোড়, কুট্টাপাড়া মোড় হয়ে শাহবাজপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানজট দেখা যায়। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত সাড়ে ৩টার দিকে সিলেট থেকে ঢাকাগামী একটি বালুবাহী ট্রাক মহাসড়কের বিশ্বরোড মোড় গোলচত্বর এলাকায় বিকল হয়ে পড়ে। এতে মহাসড়কের একটি পাশ দিয়ে যান চলাচল সীমিত হয়ে পড়ে। সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ থাকায় ধীরগতিতে চলতে থাকে যানবাহন। একপর্যায়ে পুরোপুরি যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোর ৫টার দিকে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিকল ট্রাকের পাশ দিয়ে মাটি ফেলে বিকল্প চলাচলের ব্যবস্থা করার চেষ্টা করে। কিন্তু সেই পথে চলতে গিয়ে আরও চার-পাঁচটি যানবাহন আটকে পড়ে। পরে পুলিশ এসব যানবাহন রেকার দিয়ে সরিয়ে নেয়।

আরও পড়ুন: রূপগঞ্জে শতাধিক গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও সমিতির প্রতারকরা, দিশেহারা গ্রাহকরা

২০ কিলোমিটারজুড়ে যান চলাচলে বিশৃঙ্খলা দেখা দেয়। চালকেরা কে আগে যাবে এমন প্রতিযোগিতার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সকাল ৮টার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করেন। পুলিশ প্রথমে ট্রাকটি থেকে কিছু বালু অপসারণ করে, এরপর সকাল ৯টা ১৫ মিনিটে রেকারের সাহায্যে বিকল ট্রাকটি সরিয়ে নেওয়া সম্ভব হয়। কিন্তু ততক্ষণে সরাইলের বেড়তলা থেকে শাহবাজপুর পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে যায়।

যান চলাচল শুরু হলেও ধীরগতির কারণে পরিস্থিতি স্বাভাবিক হয়নি। চালকরা জানান, গোলচত্বর এলাকার চারপাশে অসংখ্য ছোট-বড় গর্ত থাকায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

আরও পড়ুন: নেত্রকোণায় পুরাতন ভবনের ছাদ ধসে ৩ শ্রমিক নিহত, আহত ২

সরেজমিনে দেখা যায়, বিশ্বরোড মোড় গোলচত্বরের চারপাশে অসংখ্য গর্তে কাদাপানি জমে আছে। ফলে তিন-চতুর্থাংশ রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দূরপাল্লার যানবাহনগুলো এই এলাকায় এসে থেমে যাচ্ছে। গর্ত পার হতে গিয়ে পণ্যবাহী যানবাহনগুলোকে চলতে হচ্ছে ঘণ্টায় মাত্র ১ থেকে ৫ কিলোমিটার গতিতে। এদিকে যানজট কুমিল্লা-সিলেট মহাসড়ক ও সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়ক পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এসব পথে যাতায়াতকারী অনেক নারী-পুরুষকে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

সিলেট থেকে ঢাকাগামী বাসচালক মনির হোসেন জানান, “ভোর থেকে আমরা এই জ্যামে আটকে আছি। সামনের দিকে যেতে আরও অনেক সময় লাগবে।”

অপর এক যাত্রী বলেন, “সিলেট থেকে সরাইল বিশ্বরোড মোড় আসতে ৩ ঘণ্টা লেগেছে, আর এখন ৩ ঘণ্টা ধরে এই মোড়েই আটকে আছি। ঢাকা কখন পৌঁছাব, জানি না।”

সরাইল খাটিহাটা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম দুপুর ১টায় বলেন, “বিশ্বরোড মোড় গোলচত্বর এলাকার গর্তগুলো ভরাট এবং সড়কের পাশের অংশ সমান করে চলাচলের উপযোগী করতে পারলে যান চলাচল স্বাভাবিক হবে। গোলচত্বরের গর্তে বারবার যানবাহন আটকে যাচ্ছে। তারপরও আমরা যান চলাচল স্বাভাবিক রাখতে নিরলস চেষ্টা করছি। আশা করছি, ঘণ্টা দুয়েকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।”