ভারতে চলন্ত বাসে আগুন, পুড়ে নিহত ১৯ যাত্রী
ভারতের রাজস্থান রাজ্যের জয়সলমে ভয়াবহ এক বাস দুর্ঘটনায় অন্তত ১৯ জন যাত্রী পুড়ে মারা গেছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে জয়সলম থেকে জোধপুরগামী যাত্রীবাহী একটি চলন্ত বাসে আকস্মিক অগ্নিকাণ্ডের এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, বিকেল ৩টার দিকে ৫৭ জন যাত্রী নিয়ে বাসটি জয়সলম থেকে যাত্রা শুরু করে। জয়সলম–জোধপুর মহাসড়কে পৌঁছানোর পর বাসের পেছনের অংশ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। চালক সঙ্গে সঙ্গে বাস থামিয়ে পাশে নিলেও মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাসজুড়ে।
আরও পড়ুন: গাজায় প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি নিহতের কথা স্বীকার ইসরায়েলের
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসে থাকা অনেক যাত্রী বের হওয়ার আগেই আগুনে পুড়ে মারা যান। স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত উদ্ধার অভিযানে অংশ নেন, পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এনডিটিভির খবরে বলা হয়েছে, আহতদের উদ্ধার করে জয়সলমেরের জওহর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাব হবে ‘দ্রুত ও চূড়ান্ত’—ইরানের সেনাবাহিনী
জয়সলমের জেলা প্রশাসন জানিয়েছে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করা হয়। জেলা কালেক্টর প্রতাপ সিংহ আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত ও সহায়তার জন্য হেল্পলাইন চালুর নির্দেশ দিয়েছেন।
রাজ্যপাল হরিভাউ বাগাড়ে, মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, সাবেক মুখ্যমন্ত্রী অশোক গেহলত এবং বিজেপির রাজ্য সভাপতি মদন রাঠোরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এ দুর্ঘটনায় গভীর শোক জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে লিখেছেন, জয়সলমে বাসে আগুন লাগার ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। নিহতদের প্রতি গভীর শোক ও সহমর্মিতা জানাচ্ছি। আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারকে সর্বোচ্চ সহায়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।





