দেশ ছাড়তে রাজি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক টেলিফোন আলাপ নিয়ে নতুন তথ্য সামনে এনেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। ২১ নভেম্বর হওয়া সেই সংক্ষিপ্ত আলোচনায় মাদুরোকে ক্ষমতা ত্যাগ করে দেশ ছাড়ার প্রস্তাব দেন ট্রাম্প। তিনি জানান, যুক্তরাষ্ট্র তার নিরাপত্তার নিশ্চয়তা দিতে প্রস্তুত।
রয়টার্সের একাধিক কূটনৈতিক সূত্র জানায়, ফোনালাপে মাদুরো নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে বেশকিছু শর্ত তুলে ধরেন। তিনি বলেন, সাধারণ ক্ষমা ঘোষণার আওতায় যদি তার ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক অপরাধ আদালতে চলমান মামলা এবং তার ঘনিষ্ঠ আরও ১০০ কর্মকর্তার বিরুদ্ধে থাকা অভিযোগ প্রত্যাহার করা হয়, তাহলে তিনি পদত্যাগে রাজি হতে পারেন।
আরও পড়ুন: 'ফিফা শান্তি পুরস্কার’ পেলেন ডোনাল্ড ট্রাম্প
তবে এসব দাবি ট্রাম্প সরাসরি প্রত্যাখ্যান করেন। তিনি মাদুরোকে মাত্র এক সপ্তাহ সময় দিয়ে বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে পরিবারসহ নিজের পছন্দের দেশে চলে যেতে পারবেন তিনি। সময়সীমা শেষ হওয়ার পর গত শনিবার ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার জন্য আকাশসীমা বন্ধ ঘোষণা করে।
এর আগে ট্রাম্প স্বীকার করেছিলেন যে মাদুরোর সঙ্গে তার কথা হয়েছে, তবে আলোচনার বিস্তারিত প্রকাশ করেননি। রয়টার্সের দাবি, পুরো আলোচনাটি ১৫ মিনিটের বেশি স্থায়ী হয়নি এবং মাদুরোর সামনে এখন খুব কম বিকল্প রয়েছে। সূত্র: রয়টার্স
আরও পড়ুন: ডনবাস ইস্যুতে কোনো ছাড় নয়, কঠোর অবস্থানে পুতিন





