গাজার জন্য ১,২০০ কোটি টাকার মানবিক সহায়তা ঘোষণা করল চীন

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ন, ০৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৫:৫১ অপরাহ্ন, ০৪ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজার ভয়াবহ মানবিক বিপর্যয় মোকাবিলা ও যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটির পুনর্গঠনে ফিলিস্তিনকে ১০০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১,২০০ কোটি টাকা) মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে চীন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেইজিংয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এ ঘোষণা দেন। এর আগে দুই নেতা বেইজিংয়ে ফ্রাঙ্কো-চীনা বিজনেস কাউন্সিলের সপ্তম আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেন।

আরও পড়ুন: 'ফিফা শান্তি পুরস্কার’ পেলেন ডোনাল্ড ট্রাম্প

সংবাদ সম্মেলনে শি জিনপিং বলেন, গাজার বর্তমান অবস্থা অত্যন্ত সংকটময়। মানবিক বিপর্যয় কাটাতে এবং ভবিষ্যতে পুনর্গঠনের কার্যক্রমে সহায়তার উদ্দেশ্যেই বেইজিং এই অর্থ প্রদান করবে।

তথ্যসূত্র: রয়টার্স

আরও পড়ুন: ডনবাস ইস্যুতে কোনো ছাড় নয়, কঠোর অবস্থানে পুতিন