সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আরও পড়ুন: ১৮ বছর আগে বরখাস্ত ৩২৮ নির্বাচন কর্মকর্তা চাকরিতে পুনর্বহারের নির্দেশ আপিল বিভাগের
গাজীপুরের জয়দেবপুরে ২০১৬ সালে ৭ যুবককে ‘জঙ্গি সাজিয়ে’ হত্যার ঘটনায় সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
আরও পড়ুন: ডা. নিতাই হত্যা মামলায় পাঁচজনের ফাঁসি, চারজনের আমৃত্যু কারাদণ্ড
সোমবার (১৮ আগস্ট) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক বেঞ্চ এ আদেশ দেন।
প্রসঙ্গত, ২০০৬ সালের ২৩ এপ্রিল জয়দেবপুরে সাত যুবককে জঙ্গি দাবি করে গুলি করে হত্যা করা হয়। পরে ঘটনাটি নাটকীয়ভাবে সাজানো বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের করা হয়, যা এখন ট্রাইব্যুনালে বিচারাধীন।
এ মামলায় অন্যান্য অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক ডিএমপি কমিশনার নেয়ামুল আহাদ, সাবেক পুলিশ সুপার মোহাম্মদ জিলানী, সাবেক ওসি মো. আক্তারুজ্জামান এবং সাবেক এসআই আক্তারুজ্জামান।