১৬ অনুচ্ছেদের অংশ বাতিল: বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরল সুপ্রিম কোর্টে

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৭:৪১ অপরাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হাইকোর্ট সংবিধানের ১১৬ অনুচ্ছেদের সংশোধনীকে ‘অবৈধ ও সংবিধান পরিপন্থী’ ঘোষণা করে ১৯৭২ সালের মূল ১১৬ অনুচ্ছেদ বহাল রেখে রায় দিয়েছে। এতে অধস্তন আদালতে দায়িত্বপালনরত বিচারকদের নিয়ন্ত্রণ (কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি, ছুটি মঞ্জুরি) ও শৃঙ্খলা বিধানের দায়িত্ব পুরোপুরি সুপ্রিম কোর্টের হাতে ফিরে এসেছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন। রায়ে সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষের প্রস্তাবনা অনুসারে তিন মাসের মধ্যে পৃথক সচিবালয় গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ২০১৭ সালে তৈরি শৃঙ্খলাবিধি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হিসেবে ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন বৈধ: আপিল বিভাগ

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আদালতের আইনি সহায়তাকারী হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী শরীফ ভূইয়া এবং ইন্টারভেনার হিসেবে ছিলেন আইনজীবী আহসানুল করিম।

আইনজীবী শিশির মনির বলেছেন, এ রায়ের ফলে বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতে ফিরে এসেছে। এখন থেকে নির্বাহী কর্তৃপক্ষের হস্তক্ষেপে বিচারকদের বদলির ভয় থাকবে না। এটি একটি ঐতিহাসিক রায়।

আরও পড়ুন: ইন্টারনেট বন্ধ রেখে গণহত্যা, জয়ের নামে গ্রেপ্তারি পরোয়ানা

মামলাটি ২৫ আগস্ট, ২০২৩ সালে দায়ের করা হয়। রিটে মূল সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুনর্বহালের দাবি জানানো হয়েছিল, যা বিচারকদের স্বাধীনতা ও নির্বাহী হস্তক্ষেপ মুক্ত রাখার প্রশ্নে গুরুত্বপূর্ণ।