ডিবিতে আনিস আলমগীর

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ন, ১৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৯:৫৪ পূর্বাহ্ন, ১৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। আনিস আলমগীর বলেছেন, ‘ধানমন্ডি এলাকার একটি জিম (ব্যায়ামাগার) থেকে আমাকে নিয়ে আসা হয়। ডিবির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের প্রধান আমার সঙ্গে কথা বলবেন।’

রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে ধানমণ্ডির একটি জিম থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

আরও পড়ুন: পিমার উদ্যোগে বনভোজন ২০২৬ অনুষ্ঠিত, পেশাগত ঐক্য ও মর্যাদা রক্ষার আহ্বান

ডিবি কার্যালয় থেকে আনিস আলমগীর সাংবাদিকদের বলেন, ‘ধানমণ্ডি এলাকার একটি জিম (ব্যায়ামাগার) থেকে আমাকে নিয়ে আসা হয়। ডিবির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের প্রধান আমার সঙ্গে কথা বলবেন।’

আনিস আলমগীরকে কেন ডিবি কার্যালয়ে নেওয়া হয়ে সে বিষয়ে ডিবির পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: ক্ষুব্ধ সাংবাদিক সমাজ, আসামি গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

জানা যায়, সাংবাদিক আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে টেলিভিশন টক শোতে নানা বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন তিনি।