দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হবে ৫ই জুন

দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী ৫ই জুন (সোমবার) বিকেল ৫ টায় শুরু হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রোববার এক আদেশ জারি করে এই অধিবেশনের আহ্বান জানিয়েছেন।
পাঁচ জুনের অধিবেশন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল পাঁচটায় এ শুরু হবে।
আরও পড়ুন: নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ নেই: ড. ইউনূস
অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক হবে। বৈঠকে সংসদ অধিবেশনের মেয়াদ নির্ধারণ ছাড়াও আলোচ্যসূচি ও কার্যবিবরণী নিয়ে আলোচনা হবে।
চলতি বছরের ১০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। শপথ নেওয়ার ৩০ দিনের মধ্যে অধিবেশন বসার সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় ৩০ জানুয়ারি বসে দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন। এর পর ১৫ এপ্রিল দ্বিতীয় অধিবেশন আহবান করেন রাষ্ট্রপতি। দ্বিতীয় অধিবেশনে তারিখ নির্ধারণ করা হয় দুই মে।
আরও পড়ুন: ফেব্রুয়ারিতেই নির্বাচন, কোনো শক্তি বিলম্বিত করতে পারবে না: প্রেস সচিব
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী ২২৪, স্বতন্ত্র ৬২, জাতীয় পার্টি (জাপা) ১১ এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, বাংলাদেশ ওয়াকার্স পার্টি ও বাংলাদেশ কল্যাণ পার্টি একটি করে আসনে জয়ী হয়।