রাতেই বাসা-বাড়িতে ইন্টারনেট, বন্ধ থাকবে ফেসবুক: পলক

ছবিঃ সংগৃহীত
আজ রাত থেকেই পরীক্ষামূলকভাবে সারাদেশে বাসা-বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বুধবার (২৪ জুলাই) বিকাল ৪টায় আগারগাঁওয়ের বিটিআরসি ভবনের প্রধান সম্মেলন কক্ষে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: ৩২ থেকে রিক্সা চালক কীসের ভিত্তিতে সন্দেহভাজন আটক ওসিকে ব্যাখ্যা তলব
ইন্টারনেট সেবা সম্পর্কিত সার্বিক বিষয়াবলী নিয়ে প্রতিমন্ত্রী বলেন, আজকে রাত থেকে ব্রডব্যান্ড কানেকটিভিটি বাড়ানো হবে। সারাদেশের বাসা-বাড়িতে আজকে রাত থেকে পরীক্ষামূলকভাবে সারাদেশে ব্রডব্যান্ড চালু হবে। যা আগামীকাল পর্যন্ত আমরা পর্যবেক্ষণ করবো।
তিনি আরও বলেন, আগামী রোব বা সোমবার মোবাইলে ইন্টারনেট সেবা চালু করে দেওয়া হবে।
আরও পড়ুন: নগরজুড়ে অবৈধ সিসাবার, স্পা জুয়াসহ নানা অনৈতিক কর্মকাণ্ড