শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের ভারত সফর বাতিল

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ন, ১৭ অগাস্ট ২০২৫ | আপডেট: ২:৫৯ অপরাহ্ন, ১৭ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শুল্ক ইস্যুতে টানাপোড়েনের মধ্যেই বাতিল করা হয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের আসন্ন ভারত সফর। চলতি মাসের ২৫ থেকে ২৯ আগস্ট নয়াদিল্লিতে এই সফর হওয়ার কথা ছিল।

আরও পড়ুন: পাকিস্তানে বন্যা-ভূমিধসে নিহত ৩৪৪, খাইবার পাখতুনখোয়ায় ভয়াবহ পরিস্থিতি

শনিবার (১৬ আগস্ট) রাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। তবে ভারতীয় সূত্রগুলো জানিয়েছে, মার্কিন প্রতিনিধিদের সফরের জন্য পরে নতুন তারিখ ঘোষণা হতে পারে।

আরও পড়ুন: দ্রুত শক্তি সঞ্চয় করে মহাশক্তিশালী ক্যাটাগরি-৫ ঘূর্ণিঝড়ে রূপ নিল হ্যারিকেন অ্যারিন

মূলত দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়েই আলোচনার জন্য এই সফরের আয়োজন করা হয়েছিল। বিশেষ করে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ান তেল আমদানির কারণে ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর বিষয়টি আরও গুরুত্ব পায়।

সব মিলিয়ে ভারতের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এর জেরে মার্কিন বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে ভারত।