একের ভিতর তিন অতিরিক্ত সচিব শাজাহান মিয়া

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ন, ১৮ মে ২০২৫ | আপডেট: ১:৪৮ অপরাহ্ন, ১৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে  স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়াকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেরও (ডিএসসিসি) প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। 

আজ রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

আরও পড়ুন: চাঁদাবাজদের ঠাঁই হবে না বাংলাদেশে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আকবর হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শাহজাহান মিয়াকে পূর্বের দায়িত্ব ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব প্রদান করা হয়।