মব পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে বর্তমানে মব পরিস্থিতি বিরাজ করছে, যার মধ্যে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি বলেন, “ভালো নির্বাচন আয়োজনের আগে নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। এজন্যই আমরা মৌলিক সংস্কারের কথা বলছি।”
শুক্রবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রংপুরে এক জনসভায় যোগ দিতে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: ১৫ আগস্ট ঘিরে আ. লীগ-ছাত্রলীগকে সড়কে নামতে দেওয়া হবে না: ডিএমপি কমিশনার
ডা. শফিকুর রহমান বলেন, “আমরা সবসময় মব রাজনীতির বিরোধী। দেশে মব রাজনীতির সূচনা হয়েছিল ১৯৭২ সাল থেকেই। জামায়াতে ইসলামীর কোনো নেতাকর্মী কখনো মবের সঙ্গে জড়িত ছিল না এবং নেইও।”
তিনি আরও বলেন, “বর্তমান পরিস্থিতিতে নির্বাচনী পরিবেশ বলতে কিছু নেই। একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রয়োজন রাজনৈতিক সংস্কার ও জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা।”
আরও পড়ুন: সরকারি প্রশিক্ষণে বাড়লো ভাতা ও সম্মানী
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং স্থানীয় জামায়াত নেতারা।