কেন্দ্রীয় কমিটি ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব শাখা কমিটি স্থগিত ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারাদেশের সকল শাখা কমিটি স্থগিত ঘোষণা করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রশিদুল ইসলাম রিফাত।
রোববার (২৭ জুলাই) সন্ধ্যা ৬টায় রাজধানীর শাহবাগে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।
আরও পড়ুন: ১৫ আগস্ট ঘিরে আ. লীগ-ছাত্রলীগকে সড়কে নামতে দেওয়া হবে না: ডিএমপি কমিশনার
সংবাদ সম্মেলনে রশিদুল ইসলাম বলেন, অর্গানোগ্রামের জরুরি মিটিংয়ে সম্মিলিত সিদ্ধান্তে উপনীত হয়ে জানানো যাচ্ছে যে, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারাদেশের সব কমিটি আজ থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হলো। সংগঠনের আগামী কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, তা পরবর্তীতে আলোচনার মাধ্যমে জানানো হবে।”
গত ২৫ জুন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। ভোটের মাধ্যমে গঠিত এই কমিটিতে রশিদুল ইসলাম রিফাত সভাপতি এবং মো. ইনামুল হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
আরও পড়ুন: সরকারি প্রশিক্ষণে বাড়লো ভাতা ও সম্মানী
এছাড়া, সাংগঠনিক সম্পাদক পদে মুঈনুল ইসলাম ও মুখপাত্র পদে সিনথিয়া জাহীন আয়েশা নির্বাচিত হন।
এই কমিটি গঠনের জন্য প্রথম কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে। ভোট গ্রহণ শেষে সেদিন সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
এ সিদ্ধান্তকে কেন্দ্র করে সংগঠনের আভ্যন্তরীণ রাজনীতি ও ভবিষ্যৎ কাঠামো নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।