শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে হুমকি দিলেন বিএনপির সাবেক এমপি, অডিও ভাইরাল

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলামকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কুমিল্লা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আবদুল গফুর ভূঁইয়ার বিরুদ্ধে। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর থেকে এ ঘটনার ১ মিনিট ৫৮ সেকেন্ডের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যা নিয়ে জেলাজুড়ে চলছে আলোচনা-সমালোচনা।
অডিওতে শোনা যায়, উত্তেজিত কণ্ঠে আবদুল গফুর ভূঁইয়া শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে উদ্দেশ করে নানা অশ্রাব্য মন্তব্য ও হুমকি দিচ্ছেন। অভিযোগ রয়েছে, নাঙ্গলকোটের একটি স্কুলের এডহক কমিটি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: অসহায় পরিবারের দুই শিশুকে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা দিলেন তারেক রহমান
জানা গেছে, গত ১৮ মে কুমিল্লার জেলা প্রশাসক বিএনপি নেতা শামসুদ্দিন দিদারের বড় ভাই ড. মীর আবু সালেহ শামসুদ্দীন শিশিরকে ভোলাইন বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হিসেবে সুপারিশ করেন। শিক্ষা বোর্ড চেয়ারম্যান তা অনুমোদন দিয়ে প্রতিষ্ঠান প্রধানের কাছে পাঠান। বিষয়টি জানার পরপরই সাবেক এমপি গফুর ভূঁইয়া ফোনে চেয়ারম্যানকে গালিগালাজ ও হুমকি দেন। পরদিন ২০ মে তিনি সহযোগী নিয়ে সশরীরে বোর্ডে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগের পর ১৯ মে ড. মীর আবু সালেহ শামসুদ্দীন সভাপতি পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেন, যার পরদিনই গফুর ভূঁইয়া নিজেই ওই প্রতিষ্ঠানের সভাপতি হন।
আরও পড়ুন: একটি গোষ্ঠী মব সন্ত্রাসকে ক্যানসারে পরিণত করেছে: রিজভী
অডিও ফাঁসের বিষয়ে গফুর ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, “এগুলো আমার বিরুদ্ধে অপপ্রচার। অডিওটি এডিট করা।” এরপর তিনি মোবাইল সংযোগ কেটে দেন।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন বলেন, বোর্ড চেয়ারম্যানের সঙ্গে সাবেক এমপির অডিও ভাইরাল হওয়া দুঃখজনক। বিষয়টি নিয়ে এখনই মন্তব্য করা সম্ভব নয়।