জুলাই সনদ স্বাক্ষরের পর যা বললেন ড. আসিফ নজরুল

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ৮:২৭ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বহুল আলোচিত জুলাই সনদ অবশেষে স্বাক্ষরিত হয়েছে। দীর্ঘ আলোচনা ও প্রস্তুতির পর জাতীয় ঐকমত্যের এই সনদে স্বাক্ষরকে বাংলাদেশের রাজনৈতিক পুনর্গঠনের নতুন ধাপ হিসেবে দেখা হচ্ছে।

সনদ স্বাক্ষরের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, “খুবই ভালো লাগছে। অনেক মাস ধরে আলোচনা শেষে আজ একটা বিরাট অনুষ্ঠান হলো। আজ আমাদের জুলাই সনদের কনটেন্টটা চূড়ান্ত হলো।”

আরও পড়ুন: তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইসির

তবে অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতারা অনুপস্থিত থাকায় কিছুটা হতাশা প্রকাশ করেন তিনি।

ড. আসিফ নজরুল বলেন, “আমার আরও ভালো লাগত যদি এনসিপির যারা আমাদের ছাত্রনেতা আছেন, জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, তারা থাকতেন।”

আরও পড়ুন: চিকিৎসকেরা নিশ্চিত করলেই এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে খালেদা জিয়াকে: মির্জা ফখরুল

তিনি আরও জানান, যেহেতু ঐকমত্য কমিশন আগামী ১৫ দিন সক্রিয় থাকবে, তাই এনসিপির নেতারা চাইলে পরেও সনদে স্বাক্ষর দিতে পারবেন।

তার মতে, “সবাই মিলে করতে পারলে ব্যাপারটা আরও ভালো হতো।”

জুলাই সনদকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।