একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জরুরি বৈঠক সরকারের

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ১২:৫০ অপরাহ্ন, ২০ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাম্প্রতিক সময়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অগ্নিকাণ্ড এবং অন্যান্য দুর্যোগ পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নবনির্মিত ২০ তলা ভবনের সভাকক্ষে বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক।

আরও পড়ুন: তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইসির

বৈঠক সূত্রে জানা গেছে, দেশের সাম্প্রতিক অগ্নিকাণ্ড এবং দুর্যোগ পরিস্থিতি বিবেচনায় নিয়ে জাতীয় প্রস্তুতি ও সমন্বিত পদক্ষেপ নির্ধারণে সভাটি আয়োজন করা হয়েছে। বৈঠক এখনও চলমান রয়েছে।

সভায় উপস্থিত রয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), র‌্যাব ও বিজিবি প্রধান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তারা।

আরও পড়ুন: চিকিৎসকেরা নিশ্চিত করলেই এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে খালেদা জিয়াকে: মির্জা ফখরুল