অগ্নিদুর্ঘটনা এড়াতে দেশজুড়ে ভূমি অফিসগুলোর নিরাপত্তা জোরদারের নির্দেশ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ন, ২২ অক্টোবর ২০২৫ | আপডেট: ৮:২৮ অপরাহ্ন, ২২ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সরকার দেশজুড়ে ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ের ভূমি অফিসগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছে। সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে সব জেলা প্রশাসকদের পাঠানো চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে আকস্মিক অগ্নি দুর্ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ডরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ উপজেলা ভূমি অফিস, রাজস্ব সার্কেল ও ইউনিয়ন ভূমি অফিসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং অন্যান্য সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

আরও পড়ুন: তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইসির

চিঠিতে আরও অনুরোধ করা হয়েছে, আগুন, ক্ষয়ক্ষতি বা বিপর্যয় এড়াতে সব নিরাপত্তা ব্যবস্থা প্রয়োগ করতে। এই নির্দেশনা সব বিভাগীয় কমিশনার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং সহকারী কমিশনার (ভূমি)-এর কাছে অনুলিপি হিসেবে পাঠানো হয়েছে।