আগামী নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত: আইজিপি বাহারুল আলম

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ন, ২৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ৮:০৬ অপরাহ্ন, ২৭ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম বিপিএম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন পুলিশের জন্য একটি বড় চ্যালেঞ্জ, তবে এ চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশ সম্পূর্ণ প্রস্তুত।

তিনি বলেন, “অতীতে নির্বাচনকে ঘিরে পুলিশের সম্পর্কে জনমনে যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছিল, আসন্ন নির্বাচন সেই ভাবমূর্তি পরিবর্তনের বড় সুযোগ। এ সুযোগ কাজে লাগিয়ে জনগণের আস্থা অর্জনে সবাইকে আন্তরিক হতে হবে।”

আরও পড়ুন: তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইসির

আইজিপি সোমবার (২৭ অক্টোবর) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে অনুষ্ঠিত বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

সভায় উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, এসবি প্রধান মো. গোলাম রসুল, অতিরিক্ত আইজিগণ, ঢাকাস্থ বিভিন্ন ইউনিট প্রধান, পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজিগণ। এছাড়া দেশের সকল জেলা পুলিশ সুপার (এসপি) সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

আরও পড়ুন: চিকিৎসকেরা নিশ্চিত করলেই এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে খালেদা জিয়াকে: মির্জা ফখরুল

সভায় অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম দেশের সার্বিক আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি উপস্থাপন করেন।

আইজিপি নির্বাচনের আগে লুন্ঠিত অস্ত্র উদ্ধার তৎপরতা জোরদারের নির্দেশ দেন এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত পুরস্কার সম্পর্কিত প্রচারণা বাড়ানোর নির্দেশ দেন।

তিনি নির্বাচনী প্রশিক্ষণ নিবিড়ভাবে পরিচালনা, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটে হয়রানি রোধ, এবং গুম কমিশনের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করার বিষয়ে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেন।

এছাড়া, বৈষম্যবিরোধী আন্দোলন থেকে উদ্ভূত মামলাগুলোকে বিশেষ গুরুত্বসহ তদন্ত ও নিষ্পত্তি করার নির্দেশ প্রদান করেন আইজিপি। তিনি মামলা তদন্তের গুণগত মান উন্নয়নের ওপরও জোর দেন।

সভা শেষে আইজিপি উপস্থিত ও অনলাইনে যুক্ত কর্মকর্তাদের সঙ্গে প্রশাসনিক ও অপারেশনাল নানা বিষয়ে মতবিনিময় করেন।