নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই: প্রেস সচিব

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:০০ অপরাহ্ন, ৩১ অক্টোবর ২০২৫ | আপডেট: ৫:০০ অপরাহ্ন, ৩১ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণভোট ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। তবে যেভাবেই সিদ্ধান্ত আসুক না কেন, জাতীয় নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই অনুষ্ঠিত হবে এটিকে পেছানোর মতো কোনো শক্তি নেই।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই কন্যা ফাউন্ডেশন আয়োজিত একটি অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইসির

শফিকুল আলম বলেন, বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত দিচ্ছে। আমরা এটাকে কোনো হুমকি হিসেবে দেখি না। যে সিদ্ধান্তটি দেশের জন্য উত্তম হবে, প্রধান উপদেষ্টা সেটাই গ্রহণ করবেন।

তিনি আরও জানান, আগামী ১৩ নভেম্বর আদালত শেখ হাসিনার বিচারের তারিখ ঘোষণা করবেন।

আরও পড়ুন: চিকিৎসকেরা নিশ্চিত করলেই এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে খালেদা জিয়াকে: মির্জা ফখরুল

২৪-এর গণঅভ্যুত্থানে নারী-পুরুষের অংশগ্রহণের প্রসঙ্গ তুলে প্রেস সচিব বলেন, স্বৈরাচার পতনের আন্দোলনে পুরুষ ও নারীরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে ছিল। এখন নারীরা আর পিছিয়ে নেই—সব ক্ষেত্রেই তারা নেতৃত্ব দিচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই কন্যা ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুল নাঈম প্রমি। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল এবং বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইসমাঈল হোসেন।