গণতন্ত্রের জন্য সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে: তারেক রহমান
গণতন্ত্রের চর্চা ও স্থায়িত্বের জন্য দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার এক শুভেচ্ছা বাণীতে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, প্রায় ১৬ বছর ধরে আওয়ামী সরকার গণতন্ত্রকে ধ্বংস করে রাষ্ট্রক্ষমতা দখলে রেখেছিল। তাদের নতজানু নীতি ও একচ্ছত্র শাসনের কারণে দেশের সার্বভৌমত্ব দুর্বল হয়ে পড়ে। তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী ‘ফ্যাসিস্ট’ সরকার গণতন্ত্রের পক্ষে থাকা নেতা-কর্মীদের ওপর দমন-পীড়ন চালিয়েছে এবং গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা, দুর্নীতি ও অপশাসনের সংস্কৃতি প্রতিষ্ঠা করেছিল।
আরও পড়ুন: তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইসির
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে বন্দি করে দীর্ঘদিন মুক্তি দেওয়া হয়নি। তবে ৫ আগস্ট ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে সেই ফ্যাসিস্ট শক্তি দেশত্যাগে বাধ্য হয়। এতে দেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারের পথ উন্মুক্ত হয়েছে।”
তিনি উল্লেখ করেন, চূড়ান্ত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সুষ্ঠু নির্বাচন আয়োজন ছাড়াও মানুষের মৌলিক মানবাধিকার, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করা অপরিহার্য। তারেক রহমান আরও বলেন, অতীত সরকার পরিকল্পিতভাবে দেশীয় কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যের ওপর আগ্রাসন চালানোর সুযোগ তৈরি করেছিল।
আরও পড়ুন: চিকিৎসকেরা নিশ্চিত করলেই এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে খালেদা জিয়াকে: মির্জা ফখরুল
৭ই নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “শক্তিশালী গণতন্ত্র গড়তে হলে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এখন অত্যন্ত জরুরি।” তিনি দেশবাসীকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।





