লকডাউন কর্মসূচি ঘিরে ঢাকায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৫ | আপডেট: ৩:৪৬ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিতে ১৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, রাজধানী ও এর আশপাশের জেলাগুলোর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির সদস্যরা মাঠে রয়েছে।

আরও পড়ুন: তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইসির

তিনি বলেন, ঢাকায় ১২ প্লাটুন এবং আশপাশের জেলায় আরও ২ প্লাটুনসহ মোট ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা দায়িত্বে থাকবে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আগামী ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। এর প্রেক্ষিতে রাজধানী ও আশপাশের এলাকায় ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগসহ সহিংসতার আশঙ্কায় এই অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: চিকিৎসকেরা নিশ্চিত করলেই এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে খালেদা জিয়াকে: মির্জা ফখরুল

জানা গেছে, গত বছরের জুলাইয়ে সংঘটিত গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণা করা হবে ১৩ নভেম্বর। এই রায়কে ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে—এমন আশঙ্কায় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

এছাড়া পুলিশের পাশাপাশি র‌্যাব ও গোয়েন্দা সংস্থাগুলোকেও মাঠে নামানো হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, সরকারি স্থাপনা, আদালত এলাকা এবং কূটনৈতিক জোনে নজরদারি জোরদার করা হয়েছে।