পররাষ্ট্র উপদেষ্টা

খালেদা জিয়াকে বিদেশে নিতে চাইলে সরকার ব্যবস্থা নেবে

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:২৯ অপরাহ্ন, ০২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৫:০৪ অপরাহ্ন, ০২ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

 বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে দল বা পরিবার সিদ্ধান্ত দিলে সরকার তা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। তৌহিদ হোসেন বলেন, “দল বা পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুরোধ এলে বিষয়টি সরকার নীতিগতভাবে বিবেচনা করবে।”

আরও পড়ুন: তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইসির

এসময় তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার জন্য এখন পর্যন্ত ট্রাভেল পাসের আবেদন করেননি। তিনি আবেদন করলে নিয়ম অনুযায়ী ট্রাভেল পাস প্রদান করা হবে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “তারেক রহমানের ঢাকায় ফেরার বিষয়ে সরকারের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য বা আবেদন আসেনি। সবকিছু নিয়ম মেনেই হবে।”

আরও পড়ুন: চিকিৎসকেরা নিশ্চিত করলেই এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে খালেদা জিয়াকে: মির্জা ফখরুল