অবাধ ও সুষ্ঠু নির্বাচন ঘিরে ৫ হাজার নৌ সদস্য প্রস্তুত: নৌবাহিনী প্রধান

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ন, ০৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৪:৪৫ অপরাহ্ন, ০৭ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অবাধ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সহায়তার জন্য পাঁচ হাজার নৌ সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। রোববার চট্টগ্রামের নেভাল অ্যাকাডেমিতে অনুষ্ঠিত রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

নৌপ্রধান বলেন, দেশের জলসীমা রক্ষা, বঙ্গোপসাগরের সমুদ্রসম্পদ আহরণ এবং ব্লু ইকোনমি বাস্তবায়নে নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একইসঙ্গে দেশি-বিদেশি জাহাজ চলাচল ও কৌশলগত স্থাপনাগুলোর নিরাপত্তায়ও বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন: লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া: এয়ার অ্যাম্বুলেন্স বাতিল

জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, সুষ্ঠু ভোট নিশ্চিত করতে ৫ হাজার নৌ সদস্য প্রস্তুত রয়েছে। সেনা ও বিমানবাহিনীর সঙ্গে সমন্বয়ে যেকোনো দুর্যোগ কিংবা চ্যালেঞ্জ মোকাবিলায় নবীন কর্মকর্তাদের সর্বদা প্রস্তুত থাকতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে ‘মিডশিপম্যান ২০২৩-এ’ ব্যাচের দুজন নারীসহ মোট ৩১ জন মিডশিপম্যান তিন বছরের সামরিক প্রশিক্ষণ শেষে সাব-লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করেন। পরে নৌবাহিনী প্রধান কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ শেষে বিভিন্ন বিষয়ে কৃতিত্ব দেখানো প্রশিক্ষণার্থীদের হাতে পদক তুলে দেন।

আরও পড়ুন: ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল

অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং নবীন কর্মকর্তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।