এই সপ্তাহেই তফসিল, সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সানাউল্লাহ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ন, ০৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৬:৩৮ অপরাহ্ন, ০৭ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। রোববার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনের পর্যালোচনা সভা শেষে তিনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

সানাউল্লাহ বলেন, তফসিল ঘোষণার সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। এ বিষয়ে সোমবার বিটিভিকে রেকর্ডিংয়ের জন্য আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে। একই দিন সন্ধ্যায় মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয় সভাও অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: হত্যাকাণ্ড বন্ধে আমার কাছে কোনো ম্যাজিক নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

তিনি আরও জানান, তফসিল ঘোষণার পর থেকেই প্রতিটি উপজেলায় দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। ভোটের পাঁচ দিন আগে ম্যাজিস্ট্রেটের সংখ্যা আরও বাড়ানো হবে। পাশাপাশি ভোটের আগের রাতে ব্যালট পেপার সকল ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।

নির্বাচনী কাজে সরকারি, আধা-সরকারি এবং সরকারি ব্যাংকের কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন বলে জানান নির্বাচন কমিশনার। তবে এবার বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব দেওয়া হবে না।

আরও পড়ুন: দেশের মানুষ নির্বাচনমুখী, এখন ভোট স্থগিতের সময় নয়

তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টার মধ্যে সব নির্বাচনী পোস্টার অপসারণের নির্দেশ দেওয়া হবে, না মানলে গৃহীত হবে কঠোর ব্যবস্থা। তিনি আরও জানান, প্রবাসী ভোটারদের জন্য ব্যালট ছাপানোর কাজও ইতোমধ্যে শুরু হয়েছে।