থাই–কম্বোডিয়া সীমান্তে নতুন সংঘাত: ভেস্তে যাচ্ছে ট্রাম্পের শান্তি উদ্যোগ

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩:০১ অপরাহ্ন, ০৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৩:০১ অপরাহ্ন, ০৮ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই মাস আগের শান্তি পরিকল্পনা ভেস্তে যাওয়ার পথে। কয়েক সপ্তাহ ধরে চলমান সীমান্ত উত্তেজনার পর সোমবার (৮ ডিসেম্বর) থাইল্যান্ড কম্বোডিয়ার ভূখণ্ডে বিমান হামলা চালিয়েছে বলে সিএনএনের প্রতিবেদনে জানানো হয়েছে। দুই দেশই একে অপরকে সীমান্তে আগ্রাসন ও পাল্টাপাল্টি হামলার অভিযোগ করছে।

থাই সেনাবাহিনীর একজন কর্মকর্তা জানান, প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে কম্বোডিয়ার সামরিক স্থাপনায় বিমান হামলা চালানো হয়েছে। তার অভিযোগ, সকালেই কম্বোডিয়ার সৈন্যদের হামলায় একজন থাই সেনা নিহত এবং দুইজন আহত হয়েছেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র–কানাডা সীমান্তে ৭ মাত্রার ভূমিকম্প, সুনামির আশঙ্কা নেই

থাই মেজর জেনারেল উইনথাই সুভারি বলেন, চং আন মা পাস এলাকায় কম্বোডিয়ার অস্ত্র সহায়ক অবস্থানগুলো হামলার লক্ষ্যবস্তু করা হয়, যেখান থেকে থাই ঘাঁটিতে হামলা চালানো হয়েছিল।

অন্যদিকে কম্বোডিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে অভিযোগ করা হয়, ভোর ৫টার দিকে থাই বাহিনী প্রথমে তাদের অবস্থানে হামলা চালায়। তারা দাবি করে, দীর্ঘদিন ধরে থাই বাহিনীর উসকানিমূলক পদক্ষেপেরই পরিণতি বর্তমান সংঘাত।

আরও পড়ুন: ভারতের গোয়ার নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৩ জনের মৃত্যু

গত জুলাই মাসে দুই দেশের মধ্যে পাঁচ দিনের তীব্র লড়াইয়ে কয়েক ডজন মানুষ নিহত হয় এবং অন্তত দুই লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছিল। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ।

এ বছরের অক্টোবরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়। তবে মাত্র দুই মাস পরই পুনরায় সংঘাতে জড়িয়ে পড়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া, যা ট্রাম্পের শান্তি প্রচেষ্টাকে কার্যত প্রশ্নবিদ্ধ করেছে।